রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


বদলগাছী থানায় মামলা না নেয়ায় আদিবাসীদের মানববন্ধন


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৭

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকবেনী উত্তর পাড়া গ্রামের আদিবাসীদের রোপনকৃত ৮বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ধান বিনষ্টকারীদের গ্রেফতার ও শাস্তিসহ নওগাঁ জেলার সকল আদিবাসীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে তারা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে।

মানববন্ধনে নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক নরেন পাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য নবীন পাহান প্রমূখ বক্তব্য রাখেন।

 

আরপি/আআ-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top