রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


নওগাঁয় ফেনসিডিলসহ ৫ মাদককারবারী আটক


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩

আটককৃত ৫ মাদককারবারী

মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার রাতে পোরশা উপজেলা জালুয়াপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রোশানা বেগম (২২), পিয়ারা খাতুন (২৪), নুরেদা বেগম (২০), পারুল বেগম (৩০), ক্ষহিনুর বেওয়া (৩৫)।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহ-কারী পরিচালক লোকমান হোসেন বলেন, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসি করে ৫ জনের শরীর থেকে দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র বেদনাথ, উপ-পরিদর্শক হাফিজা খাতুন, আব্দুল্লা হিল বাকী, সহকারী পরিদর্শক আরিফুল ইসলাম প্রমুখ।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top