নওগাঁ মটর শ্রমিক ইউনিয়নের মাসিক ভাতা প্রদান কার্যক্রম শুরু

নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রথম কর্মহীন ও অস্বচ্ছল শ্রমিকদের মাঝে মাসিক ভাতা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শ্রমিক ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম ও সাধারন সম্পাদক এসএম মতিউজ্জামান মতি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল ওহাব চৌধূরী ও রফিকুল ইসলাম বাবু, সহ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ১৫০ জন কর্মহীন ও অস্বচ্ছল শ্রমিকদের মাঝে প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে ভাতা বিতরন করা হয়। আগামী মাসে কর্মহীন ও অস্বচ্ছল মাসিক ভাতা ভোগীদের সংখ্যা আরো বাড়ানো হবে এবং এ ধারা অব্যহৃত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
আরপি/আআ-১৩
বিষয়: মাসিক ভাতা মটর শ্রমিক ইউনিয়ন নওগাঁ
আপনার মূল্যবান মতামত দিন: