রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম আর নেই


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:১৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫০

প্রবীণ রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন আর নেই (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। তিনি ছেলে মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুন গাহি রেখে গেছেন। বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলার দুলাল পাড়ায় মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি, নওগাঁ জেলা পরিষদের সদস্য, চান্দাশ ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা তার নিজ গ্রাম বকাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, প্রাক্তন যুগ্ন আহবায়ক ও মহাদেবপুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহিদ হাসান তরফতার শাকিল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধুলু, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্নার মাগফিতার কামনা করছি।

শাহিদ হাসান জানান, সবাই হাসিমুখে মনের সব কথা সহজ ভাবে ওনার কাছে বলতে পারতেন। আমরা আমাদের অভিভাবকে হারালাম। আমাদের এ ক্ষতি পুরন হবার নয়।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top