বন্যা দূর্গতদের ত্রাণ দিলো 'নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন'

নওগাঁর মান্দা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে 'নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন‘। মঙ্গলবার বেলা ১০টার দিকে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপজেলার নুরুল্লাবাদ, বিষ্ঞপুর এবং কশবা ইউনিয়নের শতাধিক বন্যা দুর্গত মানুষের মাঝে চাল, ডাল, আলু ও ভোজ্যতেল বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও সচিব প্রফেসর ডা. মঞ্জুরুল আলম, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, নির্বাহী সদস্য ডা. তারিকুল ইসলাম প্রান্তর, ডা. নিলয় কুমার প্রামানিক, মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিষ্ঠিত 'নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন‘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল প্রকার দুর্যোগ, বিপর্যয় ও মহামারীতে অসহায়দের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে।
আরপি / এমবি-৭
আপনার মূল্যবান মতামত দিন: