রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


রাণীনগরে বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী পালন


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ০০:২৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৭:১৮

বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী পালন

নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, প্রয়াত সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সহধর্মিনী সুলতানা পারভীন বিউটি, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,থানা আওয়ামীলীগের,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক,রাণীনগর প্রেসক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমূখ।

এছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাণীনগর থানা এবং সরকারী,আধা সরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করে।

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top