রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী ও রাধা গোবিন্দ মন্দিরের ১'শ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


প্রকাশিত:
১২ আগস্ট ২০২০ ১৮:৫৪

আপডেট:
১২ আগস্ট ২০২০ ১৮:৫৬

শ্রী শ্রী কৃষ্ণ পূজার মাধ্যমে অনুষ্ঠান

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। মহামারী করোনাভাইরাসের কারণে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে। এ সময় মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী জহরমল আগরওয়ালার আত্মার শান্তি কামনা ও পূজামণ্ডপের শততম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে গভীর রাতে শ্রী শ্রী কৃষ্ণ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার ১১ আগস্ট নওগাঁর ধামইরহাট উপজেলায় অন্যান্য বছরের মতো এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সারাদিন কোনরকম শোভাযাত্রা চোখে পড়েনি। তবে করোনাকালে মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠানের সময় স্বাস্থ্যবিধিও সকল আচারণবিধি মেনে রাত ১২ টা ১ মিনিটে ধামইরহাট কেন্দ্রীয় শিব, রামসীতা ও রাধাগোবিন্দ মন্দিরে ঠাকুর শ্রী কমল তেওয়ারী পূজার অনুষ্ঠান শুরু করেন।

শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে ধামইরহাট পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কর্মকারের উপস্থিতিতে সকল আচরণবিধি মেনে ঠাকুর শ্রী কমল তেওয়ারি সকল প্রস্তুতি নিয়ে শুভ জন্মাষ্টমী পূজার অনুষ্ঠান ও মন্দিরে একশ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. সহীদুল ইসলাম, পৌর আমলীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কমিশনার মুক্তাদিরুল হক মুক্তা, মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী জহরমল আগরওয়ালার নাতি শ্রী প্রদীপ কুমার আগরওয়ালা।

এছাড়াও শ্রী তুলসী পাল, রাজেন্দ্র পাল, শ্রী, দীলিপ পাল, শ্রী রামায়ন পাল, রাজেশ চৌধুরী, সুবাস পাল, সুমন সাহা, মহেশ পাল, কমলতিওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুর শ্রী কমল তেওয়ারী বলেন, করোনা মহামারী থেকে দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনা করে শ্রীকৃষ্ণের জন্ম বার্ষিকী পূজার অনুষ্ঠান ও মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী জহরমল আগরওয়ালার আত্মার শান্তি কামনা ও পূজামণ্ডপের একশ তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে শ্রী শ্রী কৃষ্ণ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top