রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


রাণীনগরে পুলিশের অভিযানে ৩ জুয়ারি আটক


প্রকাশিত:
৬ আগস্ট ২০২০ ০০:২০

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৭:০৯

ফাইল ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা চলছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ ভবানীপুর এলাকায় একটি চাতালে অভিযান চালায়।

এসময় সেখান থেকে ভবানীপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রোস্তম আলী(৪৬), হোসেন সরদারের ছেলে আল আমিন(২৩) ও আমজাদ হোসেনের ছেলে বাবু(৪৪) নামে ৩ জুয়ারিকে আটক করা হয়। সেখান থেকে জুয়ার উপকরণ ও নগদ টাকা জব্দ করা হয়। অস্থায়ী পাটের চট বিছিয়ে ওই চাতালে নিয়মিত জুয়ার আসর চলত।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 

আরপি/আআ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top