রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ধামইরহাটে মসজিদেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত


প্রকাশিত:
১ আগস্ট ২০২০ ১৭:১৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:৫৮

 মসজিদে ঈদুল আজহা উদযাপন। ছবি: সংবাদদাতা

জিলহজ্ব মাসের ১০ তারিখ পবিত্র ঈদুল আজহা। আজ শনিবার সারা দেশের সাথে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম সর্বোচ্চ এ ধর্মীয় উৎসব।

করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে নওগাঁর ধামইরহাট উপজেলায় পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, চার হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার সবচেয়ে প্রিয় বস্তু নিজ সন্তান হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার উদ্যোগ নেন। কিন্তু আল্লাহর কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হজরত ইব্রাহিম (আ.)-এর এই ত্যাগের মনোভাবের কথা স্মরণ করে প্রতিবছর মুসলমানরা কোরবানি করে থাকেন।

এবার করোনার কারণে ধামইরহাট কেন্দ্রীয় জামে মসজিদসহ থানা মসজিদ, উপজেলা, টিএনটি মসজিদ, চকময়রাম, হাটনগর, ফার্সিপাড়া, মালাহার মসজিদসহ গ্রামের বিভিন্ন মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ সময় সবাই মুখে মাস্ক লাগিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন।

 

আরপি/আআ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top