রাণীনগরে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
-2020-07-30-00-48-19.jpg)
নওগাঁর রাণীনগরে সামাজিক দূরত্ব মেনে ১৯০ জন কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কুবরাতলী ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে খাবার সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সাংসদ ইসলাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভীন বিউটি।
জেলা পরিষদের অর্থায়নে, উপজেলা ত্রাণ কমিটির তত্ত্বাবধানে ও জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নানের সৌজন্যে এই খাবার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিজনকে ৫ কেজি চাল, ৭৫০ গ্রাম ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, ফরিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু প্রমূখ।
আরপি/এএন-৭
আপনার মূল্যবান মতামত দিন: