রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


মান্দা তেঁতুলিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে চাল বিতরণ


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ২৩:৫৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৫

 অসহায়দের মাঝে চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মান্দার তেঁতুলিয়া ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দুস্থ অসহায়দের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় ১০ কেজি করে ১ হাজার ২৪৭ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করে ইউনিয়ন কর্তৃপক্ষ।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল হালিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিবুর রহমান, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, ইউপি সদস্য আ: সাত্তার, নিতাই চন্দ্র, তহিদুল ইসলাম, আতাউর রহমান সহ ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

 

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top