নওগাঁয় আরও ৬৮ জন করোনায় আক্রান্ত

নওগাঁ জেলায় করোনা ভাইরাস সংক্রমনের হার দিন দিন বাড়ছে। নওগাঁয় আরও ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টায় প্রাপ্ত ফলাফলে এমনটা জানা গেছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৯১৯ জনে দাঁড়ালো।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৪ জন, রানীনগর উপজেলায় ১ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পত্নীতলা উপজেলায় ১০ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৪ জন, সাপাহার উপজেলায় ১২ জন এবং পোরশা উপজেলায় ৮ জন।
সূত্র মতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, মান্দা উপজেলায় ২ জন, বদলগাছি উপজেলায় ২ জন, পত্নীতলা, ধামইরহাট ও সাপাহার উপজেলায় ১ জন করে এবং পোরশা উপজেলায় ৩ জন।
এ সময় মেয়াদ শেষ হওয়ায় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন এবং বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ১শ ৫১ জন।
আরপি/আআ-১৬
আপনার মূল্যবান মতামত দিন: