রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


মহাদেবপুরে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২৩:৫৬

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৩:৩৮

বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ। ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের নাটুয়াপাড়া আবাসন প্রকল্পের বন্যা দূর্গত ১২৯ টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সাম্প্রতিক অতিবর্ষন ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে এই আবাসন এলাকা প্লাবিত হয়ে এখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন।

 

আরপি/আআ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top