রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


মান্দায় ইয়াবাসহ আটক ৩


প্রকাশিত:
২৫ জুলাই ২০২০ ২০:২৯

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২১:৫০

প্রতীকি ছবি

নওগাঁর মান্দায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে অভিযান চালিয়ে ইয়াবাসহকারে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কামারকুড়ি পূর্বপাড়ার নিজাম উদ্দিনের ছেলে রাসেল রানা অরফে জনি( ৩৪), কয়াপাড়া গ্রামের মৃত ইনতুল্লাহ'র ছেলে জাহাঙ্গীর আলম ওরফে চান্দু( ৩৪) এবং একই এলাকার সুজন আলী ওরফে ভুট্টো(৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ফোর্স শুক্রবার বিকেল থেকে ওই এলাকায় অবস্থান নেয়। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশের টিম।

আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পর শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top