মহাদেবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে মিলাশা পাহান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার এনায়েতপুর পাহান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিলাশা ওই গ্রামের গোলাপ পাহানের মেয়ে।
পুলিশ জানায়, খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মিলাশা। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন।
পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।’
আরপি/আআ-০১
আপনার মূল্যবান মতামত দিন: