রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বিআইইএ'র নওগাঁ জেলার আহ্বায়ক আলতাফ, সদস্য সচিব আমিনুর


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ০৫:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৩:২৫

ছবি:  আহ্বায়ক আলতাফ ও সদস্য সচিব আমিনুর

মহাদেবপুর উপজেলার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেনকে আহ্বায়ক ও বদলগাছী উপজেলার আমিনুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের (বিআইইএ) নওগাঁ জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার ইন্ডাস্ট্রিজয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ট্রাস্টি প্রকৌশলী আব্দুল্লা আল মামুন, পরিচালক কমিটির সদস্য আলমগীর হোসেন এবং নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত রাজশাহী জোনের সমন্বয়ক আসিবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন - যুগ্ম আহ্বায়ক নওগাঁ সদরের সাজু আহমেদ ও ধামইরহাট উপজেলার আতিক ইয়াছির, সদস্য নওগাঁ সদরের ইসতিয়াক আহমেদ, আত্রাই উপজেলার মিজানুর রহমান মিঠু, মহাদেবপুরের শাহিনুর রহমান জিহাদ, শাহিন আলম, ধামইরহাটের আতিক শাহারিয়ার, রানীনগর উপজেলার রাধারমণ দেবণাথ এবং পত্নীতলা উপজেলার সাজাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটিকে জরুরি ভিত্তিতে নওগাঁর প্রতিটি উপজেলা/থানা বা উপ-শিল্প ইউনিটির কমিটি গঠন পূর্বক আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নওগাঁ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।

জানতে চাইলে নওগাঁ জেলা শাখা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন বলেন, আমরা নওগাঁর সকল প্রকৌশলীদের সুসংগঠিত করে প্রকৌশলীদের অধিকার আদায়ে কাজ করবো। কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নওগাঁর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবো।

প্রসঙ্গত, এই সংগঠন ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের সংগঠন। ইঞ্জিনিয়ারদের বেকার সমস্যা নিরসনে এই সংগঠন কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এই সংগঠনের মাধ্যমে অনেক বেকার ইঞ্জিনিয়ারের চাকুরীর ব্যবস্থা করা হয়েছে।

 

আরপি/আআ-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top