রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মান্দায় বন্যা দূর্গতদের পাশে জেলা প্রশাসক


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ০৪:২২

আপডেট:
১৭ জুলাই ২০২০ ০৫:৩০

ত্রাণ সামগ্রী বিতরণ

নওগাঁর মান্দায় বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বন্যা কবলিত বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী, চকরামপুর, জোতবাজার এলাকায় বন্যাদূর্গতদের মাঝে ত্রাণসহায়তা প্রদান করা হয়।

এ সময় চাল, শুকনা খাবার, খাবার স্যালাইন এবং বিভিন্ন উপকরণসহ প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে বিতরণ করেন।

এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কয়লাবাড়ী সংলগ্ন বেড়ীবাঁধের রাস্তায় নলকূপ স্থাপন, অস্থায়ী টয়লেট এবং স্ট্রিট লাইট স্থাপন করে আলোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম।

তিনি আরো বলেন, বন্যা ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কাল দিন ব্যাপী বন্যা কবলিত এলাকায় ত্রাণ সমাগ্রী প্রদান করা হবে বলে জানান ইউএনও।

ত্রাণ সামগ্রী প্রদানকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম এবং ত্রাণ ট্যাগ কর্মকর্তা জহুরুল ইসলাম ।

 

 

আরপি / এমবি-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top