রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু


প্রকাশিত:
১৫ জুলাই ২০২০ ০২:৫৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১০:৫৩

ছবি: প্রতীকী

নওগাঁয় করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

জেলায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ৩ জনই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তাঁরা সবাই বগুড়া টিএমএসএস থেকে নমুনা পরীক্ষা করিয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা হলো ৬৭৯ জন। 

নওগাঁ’র ডেপুটি সিভিলসার্জন জানিয়েছেন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে পত্নীতলা উপজেলায় ১ জন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনকে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, রানীনগর উপজেলায় ৮ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১৭ জন এবং সাপাহার উপজেলায় ৪ জন।

এ সময় ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৪৬৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১০ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ৫০৫ জন।

 

আরপি/আআ-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top