রানীনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁর রানীনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নিরব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টায় উপজেলার আতাইকুলা মৎস্যজীবিপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিরব উপজেলার নয়া হরিশপুর গ্রামের আয়নুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, নিবর বাবা-মার সঙ্গে সোমবার সকালে আতাইকুলা মৎস্যজীবিপাড়া গ্রামে নানা নূর মোহাম্মদের বাড়িতে বেড়াতে আসে। দুপুর ৩টার দিকে বাড়ির কাছে বিশ্ববাঁধে একটি দোকানে জিনিস কিনতে যায় নিরব। দীর্ঘ সময়ে নিবর ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে স্বজনরা। দোকানে যাওয়ার পথে রাস্তার পার্শ্বে পুকুরে নিরবের মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। ধারনা করা হচ্ছে নিরব দোকানে যাবার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামাস তোতা।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক পুকুরের পানিতে পরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরপি/আআ-০২
আপনার মূল্যবান মতামত দিন: