রাণীনগরে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু সামছুননাহারকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা সরদার পাড়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার সামছুননাহার আসরের নামাজ পড়ার সময় স্বামী সিরাজুল ইসলাম ছুরিকাঘাত করে। এসময় গুরুত্বর আহত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে। স্থানীয় লোকজন আহত সামছুননাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথেই মারা যায় সে। তবে কি ধরনের পারিবারিক কলহ ছিল তা তৎক্ষনাত জানা জায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের কথা শুনছি। মূলত কিভাবে ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে। সন্ধ্যা সোয়া সাতটায় এ রির্পোট লেখা পর্যন্ত পুুলিশ ঘটনাস্থলেই ছিল।
আরপি/ এএন-৩
আপনার মূল্যবান মতামত দিন: