রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরে র‌্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ২


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২৩:৩২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৩

 উদ্ধারকৃত মাদকদ্রব্য

দুই কেজি গাঁজা,৪৮বোতল ফেন্সিডিলসহ র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক (৩৮) ও মজনুর রহমান (৩৯) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ বুধবার (৮জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের বনমালীকুড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

সিপিসি-২,নাটোর র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক ডিএডি আব্দুর রশিদ জানান, রাণীনগর উপজেলার বনমালীকুড়ি এলাকায় মাদক কারবারিরা মাদক বেচা কেনা করছে, এমন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কোমান্ডার (এএসপি) রাজিবুল আহসান এর নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা, ৪৮ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দু’টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও দু’টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। এতে  আব্দুর রাজ্জাক ও মজনুর রহমানকে আটক করা হয়।

আকট আব্দুর রাজ্জাক নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এবং মজনুর রহমান জয়পুরহাট সদর থানার জগদীশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।

এঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top