রাজশাহী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


নওগাঁয় নতুন করে ২ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২৩:১৮

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৮

প্রতীকী ছবি

নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ ব্যক্তির শরীরে (কোভিড-১৯) করোনা শানাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৬ জনে। আক্রান্তরা হলেন, মান্দা উপজেলার ১ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জন।

এদিকে ইতোমধ্যে মৃত মান্দা উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক স ম জসিমুদ্দিনের শরীরে করোনা পরিজিটিভ শনাক্ত হয়েছে। তাঁর এই মৃত্যুকে নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৬২ ব্যক্তিকে হোম কোয়ারেনটাইনে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রাণীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১৩ জন, মান্দা উপজেলায় ৩৩ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ২৯ জন, নিয়ামতপুর উপজেলায় ১৪ জন, সাপাহার উপজেলায় ১৮ জন এবং পোরশা উপজেলায় ১৪ জন।

এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৭ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১৭৮৫ জন। এই ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২৩ জন এবং সর্বমোট সুস্থ্য হয়েছেন ৪২৫ জন।

 

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top