নওগাঁয় করোনায় আরও একজনের মৃত্যু

নওগাঁ জেলায় কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মুত্যু হলো ৫ জন-এর। মৃত ব্যক্তি জেলার মহাদেবপুর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১২৩ জনকে। এদের মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, রানীনগর উপজেলায় ২ জন, আত্রাই উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ২৪ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ৫ জন এবং সাপাহার উপজেলায় ৩ জন। এ সময় ছাড়পত্র দেয়া হয়েছে ১১৬ জনকে।
এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয় ১০ হাজার ২শ ৫৫ জন। ছাড়পত্র দেয়া হয়েছে ৮ হাজার ৮শ ৩৩ জনকে। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১৪২২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ২০৫ জন।
আরপি/আআ-০৯
আপনার মূল্যবান মতামত দিন: