ধামইরহাটে কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁর ধামইরহাটে প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অর্ধশতাধিক অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ধামইরহাট উপজেলা পরিষদের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল ও প্রশিক্ষিত অসহায় ৫১ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সমাজের নারীরা কর্মহীন হয়ে পড়েছেন। অসহায় ও দরিদ্র পরিবারের প্রশিক্ষিত নারীরা সেলাই কাজ করে নিজেরা যেনো আত্ননির্ভরশীল হয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবনমানের উন্নতি ঘটাতে পারবেন সে লক্ষ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
আরপি/আআ-০৯
বিষয়: ধামইরহাট সেলাই মেশিন বিতরণ নারী
আপনার মূল্যবান মতামত দিন: