এমপি ইসরাফিলের মায়ের মৃত্যু

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইসরাফিল আলমের মা এশেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরন করেছেন।(ইন্নালিল্লাহি.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
শনিবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন আগে বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ্য হলে তাকে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করানো হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনাগ্রামে তার স্বামী মরহুম আজিজুর রহমানের কবরের পাশে পারিবারিক কবরস্থানে সাদা মনের এই জননীকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে এশেদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার সর্বস্তরের জনগন ও গন্যমান্য ব্যক্তিরা। তারা মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তিদানে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আরপি/আআ-১০
আপনার মূল্যবান মতামত দিন: