রাজশাহী রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১


এতিম শিশুদের ‘মানবসেবা’র পাকা আম প্রদান


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২২:৩৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:৫৪

ছবি: এতিম শিশুদের ‘মানবসেবা’র পাকা আম প্রদান

কোভিড-১৯ অনুবিক্ষণীয় ক্ষুদে ভাইরাসে দিশেহারা হয়ে পড়েছে বিশ্ব। দেশে থেমে থেমে চলছে লকডাউন। এই ভাইরাসে সচেতনতার কোন বিকল্প না থাকায় মানুষ হোম কোয়ারেন্টাইনে বন্দী জীবন কাটাচ্ছে। করোনাকালে মেঘের আড়ালে ষড় ঋতুতে এখন চলছে মধু মাস।

কর্মহীন হয়ে পরা গ্রামের সাধারণ মানুষ পরিবারের চাহিদা পূরনে রীতিমত হিমশিম খেয়ে যাচ্ছেন। অন্যদিকে সন্তানের মুখে রসেভরা আম তুলেদিতে না পারার কষ্ট একজন পিতাকে আহত করে বার বার। এমন বেদনাকাতর দৃশ্য দেখে মেনে নিতে পারেনি ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ”মানবসেবা”।

১৬ জুন নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলকোঠা, চকময়রাম, হাটনগর, চকশরীফ, মালাহার, উত্তর চকযদু ও খড়মপুরসহ বিভিন্ন গ্রামের ২৫ জন এতিম শিশুর বাড়ী বাড়ী গিয়ে আম পৌঁছে দেন মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও সংগঠনের সদস্য মাহফুজ।

এ সময় রসে ভরা পাকা আম পেয়ে এতিম শিশুরা খুশিতে আত্বহারা হয়ে ওঠে। মানবসেবা’র এমন মহতী উদ্যোগে গ্রামের মানুষ সাধুবাদ জানানোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আশার অনুরোধ জানান।

সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, এতিম ও অসহায় শিশুরা অর্থের অভাবে আম-কাঁঠাল খেতে পারেনা। এসব শিশুদের কথাভেবে ধামইরহাটের সুস্বাদু নাক ফজলী (নাগ ফজলী) আম বিভিন্ন গ্রামের ২৫ জন এতিম শিশুর বাড়ী বাড়ী গিয়ে পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করি।

 

আরপি/আআ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top