রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১


নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহত


প্রকাশিত:
১৭ জুন ২০২০ ২১:২১

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫

 

নওগাঁর সাপাহার উপজেলার পাতারি সীমান্তে বিএসএফ এর নির্যাতনে আব্দুল বারী (৪৫) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪ টায় পাতারি সীমান্তে এ ঘটনা ঘটে। আব্দুল বারী সাপাহার উপজেলার দক্ষিণ পাতারি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক বারোটার পরে কতিপয় লোকের সাথে পাতারি সীমান্ত দিয়ে ভারত সীমান্তে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ এর টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আব্দুল বারী ব্যতীত সবাই পালিয়ে আসে। পরে আজ ভোর ৪টার দিকে খবর পেয়ে আব্দুল বারীর ছেলে ও ভাই বাংলাদেশ সীমান্তে পূর্নভবা নদীর পার থেকে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে আনে। সাপাহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৬টায় চিকিৎসার জন্য ভর্তি পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টায় তার মৃত্যু হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সীমান্তে বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

আরপি/ এআ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top