নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নীতি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নীতি আটগ্রামের ফজলুর রহমানের মেয়ে।
জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে নীতি ও তার ফুফাতো বোন জুথির এক সাথে আত্রাই নদীতে গোসল করতে যায়। এসময় নীতি অসাবধানতাবশতঃ পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় তার ফুফাতো বোন জুথী কান্নাকাটি করলে আশে পাশে থাকা লোকজন তাকে জিজ্ঞাসা করলে সে তাদেরকে বিষয়টি জানায়।
এরপর পরিবার ও গ্রামের লোকজন মিলে আত্রাই নদীতে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে, আত্রাই ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে অবগত করে। ফায়ার সার্ভিস টিম রাজশাহী থেকে ডুবরী নিয়ে এসে খোঁজার কার্যক্রম অব্যাহত রাখে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা নিতাই চন্দ্র জানান, আমরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছি, রাজশাহী থেকে ডুবরী নিয়ে আসা হয়েছে তারা উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই সংবাদ লেখা পর্যন্ত ডুবুরি ও ফায়ার-সার্ভিস টিম শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
আরপি/আআ-১৫
বিষয়: স্কুলছাত্রী নদী গোসল
আপনার মূল্যবান মতামত দিন: