রাজশাহী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ধামইরহাটে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ০০:২৪

আপডেট:
১৭ মে ২০২৪ ০৩:৪৭

ধামইরহাটে জাইকার অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 

নওগাঁর ধামইরহাটে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সম্প্রসারণ ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকইলাম দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দুইটির একাডেমিক ভবন সম্প্রসারণ ও ওয়াস ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এদিকে প্রকল্পটি শেষ করতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয় দুইটির একাডেমিক ভবন সম্প্রসারণ ও ওয়াস ব্লক নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এসময় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জাইকার উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর আখতার হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ইনজামামুল হক সরকার শিমুল, আব্দুল মজিদ, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরপি/ এআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top