রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


সান্তাহারে ঝিনুক-শামুক সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন


প্রকাশিত:
১২ জুন ২০২০ ০০:৪১

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৮:৩৪

ছবি: প্রতিনিধি

 

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সান্তাহারে স্বাদু পানিতে ঝিনুক ও শামুক সংরক্ষন শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসুচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাবনভ’মি উপকেন্দ্র সান্তাহার আয়োজিত এই প্রশিক্ষন অনুষ্ঠানের সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল।

ওই প্রতিষ্ঠানের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্রের ইনচার্য ড. ডেভিট রেন্টু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা খানম ও মনিরুজ্জামান।

প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন পারুল বেগম, আতিকুর রহমান, মাহফুজ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের সাংবাদিক মোঃ হারেজুজ্জামান হারেজ, প্রথম আলোর খায়রুল ইসলাম এবং দৈনিক সংবাদের গোলাম আমবিয়া লুলু। করোনা সংক্রমন সংক্রান্ত কারনে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের খোলা স্থানে প্রশিক্ষন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 

আরপি/ এআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top