রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় গাছের নিচে ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক


প্রকাশিত:
৭ জুন ২০২০ ০৩:৫৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৯:১৪

ফুটফুটে নবজাতক

নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে গাছের নিচে ব্যাগ থেকে এক  ফুটফুটে মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে; তার বয়স ৩/৪ দিন হবে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে পথচারীরা পাইকড়তলী মোড়ে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শোনা যায়।

পরে স্থানীয়রা আশপাশে খোঁজ করে একটি গাছের নিচে পলিথিন ব্যাগের ভেতর মেয়ে নবজাতককে দেখতে পান।এরপর পাহাড়পুর পুলিশ ফাঁড়িকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

নবজাতকটির বয়স ৩/৪ দিন হবে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। কে বা কারা ফেলে গেলেন, বুঝতে পারছি না। বদলগাছীর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, নবজাতকটি পুলিশের হেফাজতে এবং সুস্থ আছে। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top