রাজশাহী সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১


মান্দায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২২:১৩

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৩:৫৯

ছবি: প্রতীকী

নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় নয়ন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার ৪ জুন দুপুর দেড়টার দিকে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় (মুক্তিযোদ্ধা মেমোরিয়াল গার্লস স্কুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মান্দা উপজেলার চকভোলাই গ্রামের সাহেব আলীর ছেলে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, দুপুরে জেলার মান্দা উপজেলার ফেরিঘাট থেকে মোটরসাইকেল চালিয়ে মান্দার দেলুয়াবাড়ি হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন নয়ন এবং আরেকজন। পথে উপজেলার হাজীগোবিন্দপুর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহীর দিক থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ড্রাইভারকে আটক করাসহ নিহতের লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top