নওগাঁয় অজ্ঞাত ২ নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বদলগাছী সদরের চাংলা গ্রামের একটি গভীর নলকূপের ঘরে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি গভীর নলকূপের ঘরের ভিতর থেকে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
আরপি/ এ্রআর-৫
আপনার মূল্যবান মতামত দিন: