রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


মহাদেবপুরে আরো একজন করোনায় আক্রান্ত


প্রকাশিত:
৩১ মে ২০২০ ০১:২৯

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৭:৪১

ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে নতুন করে আরো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এদের মধ্যে ৮ জনই সুস্থ হয়েছেন।

নওগাঁর সিভিল সার্জন ডা: আকন্দ মো: আখতারুজ্জমান আলাল জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে ইমেইলে আসা রিপোর্টে জেলায় নতুন করে মোট ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে মহাদেবপুর উপজেলার একজন রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, শনিবার সকালে রিপোর্ট পেয়ে দুপুরে তিনি নতুন করে আক্রান্ত ব্যক্তির বাড়ী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের মাস্টারপাড়ায় গিয়ে আক্রান্ত রোগীর বাড়ী লকডাউন করেছেন।

আক্রান্ত ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি জেলার বাইরে কোথাও ভ্রমণ করেননি। তিনি কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হন বলেও ইউএনও জানান।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top