রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে অচেতন অবস্থায় শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার


প্রকাশিত:
৩১ মে ২০২০ ০০:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫২

ছবি:  শ্রীলঙ্কান নাগরিক

নওগাঁর মহাদেবপুরে অচেতন অবস্থায় শ্রীলঙ্কান এক নাগরিক উদ্ধার করেছে পুলিশ। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের নওগাঁ-মহাদেবপুর মহাসড়কের শিবরামপুর মোড় এলাকা থেকে মরগান (৫০) নামের ওউ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়। তার সর্বস্ব হাতিয়ে নেয়া শ্রীলঙ্কান নাগরিকের এক বন্ধুকে খুঁজছে পুলিশ। 

পুলিশ জানায়, অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


শনিবার সকালে অনেকটা সুস্থ হয়ে শ্রীলঙ্কান নাগরিক মরগান জানান, তিনি শ্রীলঙ্কার কলম্বোর ওরাঝাকা ওম্যান্স মার্কেটের লাইতেনের ছেলে। তিনি গত ৬ মাস আগে পাসপোর্ট নিয়ে এদেশে আসেন এবং চট্রগ্রামের লোগনা সিনা শিপ (ফিশিং বোড) এ চাকরি নেন। শ্রীলঙ্কায় অবস্থানরত স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে মরগান নিজ দেশে ফিরতে গিয়ে আটকে যায় করনা ভাইরাসের কারনে। মরগানকে দেশে পৌঁছে দেয়ার কথা বলে নওগাঁর বদলগাছী উপজেলার তার এক বন্ধু তাকে নওগাঁয় নিয়ে এসে কোল্ড ড্রিংক খাওয়ায়। এরপর তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন, পাসপোর্টসহ কাপড় এবং অনান্য মালামাল নিয়ে শটকে পড়ে। এরপরে হাসপাতাল ভর্তি হওয়া পর্যন্ত কিভাবে এলেন কিছুই বলতে পারছেন না মরগান।

থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, মরগানকে এ পর্যন্ত নিয়ে আসা তার ওই বন্ধুর সন্ধানে পুলিশের একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে। এছাড়াও ইতোমধ্যে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ রকিবুল আক্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ্ মো. আশরাফুল আলম শ্রীলঙ্কান নাগরিক মরগানকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন। মরগান পুলিশের নিরাপত্তা হেফাজতে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top