পত্নীতলায় করোনা জয়ী পুলিশ সদস্যদের অভিনন্দন

নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের আয়োজনে করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার দুপুরে থানা চত্বরে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম।
বিষেশ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিব আক্তার, উপজেলা র্নিবাহী অফিসার মো: লিটন সরকার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম খালিদ সাইফুল্লাহ , আরএমও ডা: দেবাশীষ রায়, করোনা যুদ্ধে জয়ী পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ও পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান। এসময় সাংবাদিকবৃন্দ জেলা ও থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি করোনা জয়ী দুই পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং তাদের করোনা জয়ের অভিজ্ঞতা শুনেন।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: