মহাদেবপুরে ট্রাক চাপায় নিহত ২, আহত ১

নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মহাদেবপুর-নওগাঁ মহাসড়কের নওহাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রনাইল গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মজনু (৩০) এবং জেরার নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের মৃত হারুনের ছেলে ভুট্টো (৪৫)। এতে জাকিয়া (১০) নামে এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নওহাটা মোড় এলাকার এসিআই তৈল কারখানার সামনে একটি ট্রাক ওই মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মৃত্যু হয় এবং একজন শিশু আহত হয়।
আরপি/আআ
বিষয়: নওগাঁ মহাসড়ক ট্রাক চাপা
আপনার মূল্যবান মতামত দিন: