রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নওগাঁয় এক সাংবাদিকসহ আরও ২ জন করোনা আক্রান্ত


প্রকাশিত:
২৬ মে ২০২০ ০৭:২৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:২০

প্রতিকী ছবি

নওগাঁয় এক সাংবাদিকসহ দুই জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। রোববার (২৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এর মোর্শেদ।

ওই সাংবাদিক একটি অনলাইন পোর্টাল ও একটি প্রিন্ট মিডিয়ায় কাজ করেন। করোনা সনাক্ত আরেক মহিলার বাড়ী নওগাঁ সদর উপজেলায়।

আক্রান্ত ওই সাংবাদিক বলেন, গত ১০ মে শরীরে জ্বর আসে। এরপর দুইদিন যাবত শরীরে জ্বর থাকে। গত ২০ মে নমুনা দেয়া হয়। রোববার রাত ১০টার দিকে সিভিল সার্জন অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার করোনা পজেটিভ। তাকে সাবধানে থাকতে বলা হয়েছে।

তিনি বলেন, আমিতো সম্পূর্ন সুস্থ। কিন্তু তারপরও আমার করোনা পজেটিভ আসছে বুঝলাম না। জিম্যাক্স ও ফেনাডিন নামে দুইটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া কয়েকদিন সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আগামীকাল (সোমবার) মেডিকেল টিম আমার বাড়িতে আসবেন বলে জানানো হয়।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এর মোর্শেদ বলেন, নওগাঁ থেকে পাঠানো নমুনায় সদরের দুইজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। তারা দুইজনেই বর্তমানে ভালো আছেন। তাদের সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, নবম দফা পর্যন্ত জেলায় ১০৪ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে ৬৩ জন করোনা জয়ী হয়ে সুস্থ হয়েছেন। 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top