রাজশাহী শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ ১৪৩০


মহাদেবপুরে আ.লীগ নেতার নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ


প্রকাশিত:
২৩ মে ২০২০ ০২:২৪

আপডেট:
১ ডিসেম্বর ২০২৩ ০০:৪১

নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন আ’লীগ নেতা শফিকুল ইসলাম

নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ৭’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইউনিয় আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগ নেতা মোতালেত হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম মুনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম বলেন, বাঙ্গালি জাতি বিশ্বের ইতিহাসে সমৃদ্ধশালী জাতি হিসেবে পরিচিত। যেকোনও সংকটে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার পাশে গিয়ে দাঁড়ায়। করোনাভাইরাস মোকাবেলায় এ দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আমরাও চেষ্টা করছি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াবার।

তিনি আরও বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণের অধিকারকে অক্ষুন্ন রাখার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এভাবে সবাই গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ালে দেশ আরও এগিয়ে যাবে।

 

আরপি/এএন 



আপনার মূল্যবান মতামত দিন:

Top