রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


নওগাঁয় পুলিশ ও শিশুসহ করোনা আক্রান্ত ৬


প্রকাশিত:
২০ মে ২০২০ ২১:১৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪০

ফাইল ছবি

বর্তমানে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলা করোনা ভাইরাসে আক্রান্তের হটস্পটে পরিণত হয়েছে। জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। তবুও মানুষরা করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম-কানুনগুলো সঠিক ভাবে পালন করছে না। অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন উপজেলার মানুষদের জীবন যাত্রা।

নওগাঁয় গত ২৪ ঘন্টায় ৮ বছরের ১ শিশু, ১ স্কুল শিক্ষার্থী ও ৩ জন পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মোর্শেদ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরের ১পু লিশ সদস্য ও ১ স্কুল শিক্ষার্থী, পত্নীতলা থানার ২ পুলিশ সদস্য ও ১ জন সাধারন মহিলা ও মহাদেবপুর উপজেলার ৮বছরের এক শিশু রয়েছে। শিশুটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনায় আক্রান্তরা শতকরা ৮২ ভাগ হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে যায়। যদিও সামান্য একটু জ্বর, সর্দি থাকে।

এ পর্যন্ত জেলায় ৮৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top