রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


অসহায়দের পাশে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’


প্রকাশিত:
১৯ মে ২০২০ ২৩:৩৯

আপডেট:
১৯ মে ২০২০ ২৩:৪০

নিয়ামতপুরে এক অসহায় বৃদ্ধকে সহায়তা করছেন ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবীরা

করোনার নিষ্ঠুরতায় পৃথিবী অসুস্থ, থমকে যাচ্ছে সকল কর্মযজ্ঞ, কর্মহীন হয়ে পড়ছে মানুষ। যার ফলে অনাহারে-অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছে দেশের নিন্মবিত্ত, মধ্যবিত্ত ও কর্মহীন মানুষেরা। ঠিক সেই সময় মানবতার ফেরিওয়ালা হয়ে দেশের আনাচে কানাচে ত্রাণ উপহার নিয়ে ছুটে বেড়াচ্ছে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’।

এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১৪টি গ্রামের ৫৫টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। রোববার (১৭ মে) নিয়ামতপুর উপজেলার স্বেচ্ছাসেবকরা বাহাদুরপুর ও শ্রীমন্তপুর ইউনিয়নের ১৪টি গ্রামের ৫৫টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন।

নিয়ামতপুর উপজেলায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন- আপেল মাহমুদ অপু, আরেফিন রলিফ, নাজমুল হক, তানভীর ইসলাম। এছাড়াও এলাকাভিত্তিক সহযোগী হিসেবে কাজ করেন- আনারুল ইসলাম, জামাল হোসেন, নাসিম উদ্দীন টুটুল, সবুজ কুমার এবং বাপ্পি।

নিয়ামতপুরে অসহায় মানুষকে সহায়তা করছেন ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবীরা

স্বেচ্ছাসেবক আপেল মাহমুদ অপু জানান, ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’ একটি আমেরিকাভিত্তিক বাংলাদেশী সংগঠন। যার প্রতিষ্টাতা ও সভাপতি ড. চন্দ্রনাথ। বর্তমানে তিনি আমেরিকার হিটাচি ম্যানুফ্যাকচারিং এর রিসার্চার হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণের মাধ্যমে সংগঠনটি দেশব্যাপি ব্যাপক সুনাম অর্জন করেছে।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top