রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


হোম কোয়ারেনটাইনে ১৩৮৮ জন, সুস্থ্য ১৬ জন

নওগাঁয় নতুন আক্রান্ত হয়নি


প্রকাশিত:
১৮ মে ২০২০ ২২:৩৯

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৩৩

নওগাঁ জেলা সিভিল সার্জন অফিস

নওগাঁয় গত ৪৮ ঘন্টায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায় নি। এতে আক্রান্তের সংখ্যা ৮৩ জনেই রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেনটাইনে প্রেরণ করা হয়েছে ১৫৩ জনকে।

এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৩ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ২৪ জন, মান্দা উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ২৫ জন, পত্নীতলা উপজেলায় ১৫ জন, ধামইরহাট উপজেলায় ১১ জন, নিয়ামতপুর উপজেলায় ২০ জন, সাপাহার উপজেলায় ১৭ জন এবং পোরশা উপজেলায় ১০ জন।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় সুস্থ্য অবস্থায় ছাড়পত্র পেয়েছেন ১৯২ জন। বর্তমানে আক্রান্ত ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রাতিষ্ঠানিক ৫১ জনসহ শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট কোয়ারেনটাইনে প্রেরণ করা হয় ৬ হাজার ৭৭১ জনকে। এ পর্যন্ত কোযারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৩৮৩ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিকসহ মোট কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩৮৮ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ১৬ জন।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top