নওগাঁয় জেলা প্রশাসকের নিকট ‘আশা’র খাবার সামগ্রী হস্তান্তর
                                বর্তমানে সারা বিশ্ব মরনঘাতক করোনা ভাইরাসের থাবায় আবদ্ধ। বাংলাদেশেও এই ভাইরাসের থাবায় বেকার ও কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ।
আর এই করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থ্যা আশাও সহায়তার বার্তা নিয়ে দাঁড়িয়েছে।
দেশের এই সব ক্ষতিগ্রস্থ্য দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য নওগাঁ জেলা প্রশাসকের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা (এনজিও) আশা সদর জেলার উদ্যোগে সরকারি ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা হিসেবে জেলা প্রশাসকের নিকট ৫শত ব্যাগ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২শত ব্যাগ খাবার সামগ্রী হস্তান্তর করা হয়।
এদিন সদর উপজেলা প্রাঙ্গনে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, সদর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, আশার পক্ষে উপস্থিত ছিলেন আশা-বগুড়া ডিভিশনের কর্মকর্তা আব্দুস সাত্তার, আশা-নওগাঁ সদর জেলার ডিস্ট্রিক ম্যানেজার মোখলেছুর রহমান।
এছাড়াও আশার আরএম রেজাউল করিম, আসাদুজ্জামান, সদর-১ ব্র্যাঞ্চের ম্যানেজার আলমগীর আকতার, ২ ব্র্যাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, মুক্তার হোসেন, তৌহিদুল ইসলাম, অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। এসব খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেট রয়েছে ১০কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ ও ১ লিটার তেল।
আরপি / এমবি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: