ধামইরহাটে সমাজকল্যাণ পরিষদের খাদ্য বিতরণ
                                নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ঘর বন্দী মানুষ পড়েছেন খাদ্য সংকটে। এমন পরিস্থিতিতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১১ মে) উপজেলার সমাজসেবা কার্যালয়ের সামনে দুই শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় চাল, ডাল, আলু, তৈল, লবন, পিঁয়াজ ও ১টি সাবান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাজসেবা অফিসার সোহেল রানা জানান, ১ সপ্তাহ পূর্বে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আরও ৬৪ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আরপি / এমবি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: