রাজশাহী শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


নওগাঁয় নতুন করোনা আক্রান্ত ৮ জন


প্রকাশিত:
১১ মে ২০২০ ২৩:৩৭

আপডেট:
১৮ মে ২০২৪ ১৯:৫৭

ফাইল ছবি

নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন চিকিৎসকসহ আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় একজন চিকিৎসকসহ ২ জন, মান্দা উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন।

এই ৮ জনসহ জেলায় সর্বমোট ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এই প্রথম একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি হলেন- সাপাহার উপজেলার খয়বর আলী। এছাড়াও বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৫৬৪ জন।

এদিকে জেলায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১১৭ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগর উপজেলায় ৪ জন, আত্রাই উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ১৪ জন, মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ৬ জন, পত্নীতলা উপজেলায় ৩৫ জন, ধামইরহাট উপজেলায় ১৪ জন, সাপাহার উপজেলায় ৭ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। 

এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন। এ পর্যন্ত সর্বমোট হোমে কোয়ারেনটাইনে পাঠানো হয় ৬ হাজার ৯১ জনকে এবং মোট ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫শ ২৭ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৬৪ জন। 

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top