ধামইরহাটে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
লকডাউন হোমকোয়ারেন্টাইনে থমকে গেছে জীবন। একদিকে ব্যবসা-বাণিজ্য বন্ধ অন্যদিকে গ্রামের খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষগুলো কর্মহীন হয়ে রুজি রোজগারের সব পথ বন্ধ হয়ে থমকে গেছে তাদের জীবন।
করোনা ভাইরাসের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, নওগাঁর ধামইরহাট উপজেলায় থমকে যাওয়া জীবনে দুস্থ্য অসহায় ও ভাগ্যবিড়ম্বিত কৃষক নুরমোহাম্মদের ১বিঘা ১০কাটা জমি কেটে দিলো ধামইরহাট উপজেলা ছাত্রলীগ।
সারা দেশে বোরো ধানের সোনালী হাসিতে দুলছে কৃষকের হাসি। সম্প্রতি করোনা ভাইরাসের কারনে দুর দুরান্ত থেকে জীবিকার তাগিদে ছুঠে আসা দিনমজুরসহ (ধানকাটা) সকল মানুষ হয়েছে গৃহবন্দী।
মজুর সংকটে কৃষকের হাসি যেনো মলিন না হয়ে যায় সেকারনে ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ানের নতেৃত্বে ১০মেরোববার উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়নের চকপ্রসাদ গ্রামের কৃষক নুরমোহাম্মদের ১বিঘা ১০কাটা জমি কেটে দিলো উপজেলা ছাত্রলীগ।
এ সময় ফিরোজ, সাজ্জাত, বিপ্লব, নুর আলম, রোম্মান আব্দুর রহমান, আব্দুল মালেকসহ ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবিন্দু উপস্থিত ছিলেন। ছাত্রলীগের এমন মহতী উদ্যোগে কৃষক নুরমোহাম্মদ বলেন, কাজের লোক নেই, মাঠ ভরা পাকা ধান নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলাম।
ছাত্রলীগের সোনার ছেলেরা এসে আমার ধান কেঠে দেবে সত্যিই তা স্বপ্ন মনে হচ্ছে। আল্লাহ ওদের মঙ্গল করুন। ছাত্রলীগের ধান কাটার এমন মহতী উদ্যোগ দেখে এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের জীবন থমকে যাওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নওগাঁ জেলা ছাত্রলীগ যে টিম গঠন করেন তাদের নির্দেশ ও ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নের গরীব অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে আমরা কৃষক নুরমোহাম্মদের ১বিঘা ১০কাটা জমির ধান নিরাপদ দূরত্ব বজায় রেখে কাটর উদ্যোগ নিই।
তিনি আরো বলেন, আমরা উপজেলা ছাত্রলীগের সমন্নয়ে প্রত্যেকটি ইউনিয়নে ২১জন সদশ্য এবং প্রত্যেক ওয়ার্ড থেকে ১০০জন স্বেচ্ছাসেবক টিম গঠন করে আমরা ধান কাঠার কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে।
আরপি / এমবি
আপনার মূল্যবান মতামত দিন: