রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নওগাঁয় মা-ছেলের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত:
৯ মে ২০২০ ২০:২৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৮:৫৩

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে রাশেদা বেগম (৫৫) ও মো. আসলাম হোসেন (৩৫) নামে দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতেরা সম্পর্কে মা ও ছেলে।

নিহত রাশেদা বেগম উপজেলার গোনা ইউনিয়নের গোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং আসলাম হোসেন তার ছেলে। শনিবার (৯ মে) সকালে পুলিশ নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল হক জানিয়েছেন, নিহত আব্দুস সালাম দীর্ঘদিন বিদেশে ছিল। গত একবছর পূর্বে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। আজ সকালে ছেলের গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে তিনিও স্ট্রোক করে মারা যান।

তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top