নওগাঁয় স্বাস্থ্যকর্মীসহ নতুন আক্রান্ত ৭

গত ২৪ ঘন্টায় নওগাঁয় নতুন করে ৪ জন স্বাস্থ্যকর্মীসহ ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মুর্শেদ এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন।
ডেপুটি সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দু'জন সাপাহারে, দু'জন নিয়ামতপুরে, একজন রাণীনগরে, একজন বদলগাছীতে ও একজন আত্রাইয়ের। তাদের মধ্যে দু'জন স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন পুরুষ।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। নওগাঁয় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩৬ জন ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪৭৮ জন।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: