মহাদেবপুরে
করোনা রোগীদের ইফতার সামগ্রী ও উপহার পৌঁছে দিলেন ইউএনও

বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসে দেশের অধিকাংশ একালায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হচ্ছে প্রতিদিন। নওগাঁর মহাদেবপুর উপজেলাতেও শনাক্ত হয়েছে দুইজন। শনাক্ত ব্যক্তিদের নিরাপদে রেখে তদারকি করছে উপজেলা প্রশাসন।
তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি খাদ্য সহায়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে উপজেলা সদরের পূর্ব দুলালপাড়া ও সদর ইউনিয়নের সিদ্দিকপুর গ্রামের করোনা আক্রান্ত রোগীদের পরিবারসহ লকডাউনে থাকা চারটি বাড়িতে ইফতার সামগ্রী এবং উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
এসময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী উপস্থিত ছিলেন। উপহার পেয়ে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ একাধিক অসহায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপহার বাড়িতে পৌঁছে দেওয়ায় ইউএনও মিজানুর রহমানকে ধন্যবাদ জানান।
ইউএনও মিজানুর রহমান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে। তাদের পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
আরপি/ এমবি
আপনার মূল্যবান মতামত দিন: