করোনা সন্দেহে ঢুকতে পারলেন না বাড়িতে, মারা গেলো যুবক

ঢাকার একটি দোকানে কাজ করতেন ২২ বছরের যুবক আল-আমিন। জ্বর-কাশি নিয়ে শনিবার ফিরে আসেন গ্রামের বাড়ি। কিন্তু করোনা সন্দেহে গ্রামবাসী তাকে নিজ বাড়ি ঢুকতে দেননি। বাড়িতে না নিয়ে পর্যায়ক্রমে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি সদর হাসপাতাল ও একটি কমিউনিটি ক্লিনিকে নেয়া হয় আল-আমিনকে। কিন্তু কেউ তার চিকিৎসায় হাত দেয়নি। শেষে তাকে যখন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আনা হয়, তখন চিকিৎসকদের আর বেশি কিছু করার ছিল না। ভর্তির কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে চলে যান আল-আমিন।
আল-আমিন নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের অলংকারদীঘি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে রামেক হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বেলা ৩টার দিকে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ নয়, ব্রেইন ইনফেকশনে তরুণ আল-আমিনের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় জ্বর থাকায় আল-আমিন ব্রেইন ইনফেকশনে আক্রান্ত হয়েছিলেন বলেও জানান তিনি।
আল-আমিনের বাবা মোখলেসুর রহমান জানান, জ্বর আর কাশি নিয়ে গত শনিবার আল-আমিন বাড়ি ফিরে আসে। তবে সে করোনায় আক্রান্ত হয়েছে, সন্দেহে গ্রামের লোকজন তাকে বাড়িতে প্রবেশ করতে দেননি। বাধ্য হয়ে গ্রামের মোড় থেকে তাকে চিকিৎসার জন্য প্রথমে বগুড়ার আদমদীঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা না করেই ফিরিয়ে দেন চিকিৎসকরা। এরপর আবারও ছেলেকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে যান মোখলেসুর।
স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে তার সহযোগিতায় চিকিৎসার জন্য প্রথমে রাণীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আল-আমিনকে দেখেই হাতে কাগজ ধরিয়ে দিয়ে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠান। নওগাঁ হাসপাতালে পৌঁছার পর সেখানে চিকিৎসকরা দেখে তাকে রাজশাহী নিয়ে যেতে বলে হাতে একটি কাগজ ধরিয়ে দেন। এরপর ছেলেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান মোখলেসুর। সেখান ভর্তি করার পর রাতে আল-আমিন মারা যান।
নওগাঁর সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, নওগাঁ সদর আধুনিক হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। তাই আমরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। বেশি দিন জ্বর থাকায় ব্রেনে ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি আগে বোঝা যায়নি।
আরপি/ এএন
বিষয়: ২২ বছরের যুবক আল-আমিন করোনা সন্দেহে ঢুকতে পারলেন না বাড়িতে মারা গেলো যুবক নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের অলংকারদীঘি গ্রামের
আপনার মূল্যবান মতামত দিন: